“বৃষ্টি “- সুমাইয়া তাসকিন নিনা
বৃষ্টি দেখে খিলখিলিয়ে
খোকন হাসে ফোকলা দাঁতে।
সেই হাসিতে পাগল হয়ে
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ।
দুই কোলা ব্যাঙ নাচছে দেখো জলের তলা থেকে,
খোকন সেটি দেখতে গিয়ে,
পা গেল পিছলিয়ে।
মা বলে, ওরে খোকন
গেলি নাকি পড়ে!
ঐ দেখ, আকাশে সূর্য হাসে
খেকশিয়াল এর বিয়ে।