রবিবার ২৮ আশ্বিন ১৪৩১; ১৩ অক্টোবর ২০২৪;
০৯ রবিউস সানি ১৪৪৬, রাত ৯.১৫টা।
হে পথিক! একটুখানি দাড়াও!
দু’চোখ মেলে নীল আকাশটি একটুখানি দ্যাখো
সাদা মেঘের ভেলায় চড়ে একটুখানি ভাসো
মুচকি হেসে মেঘের কাছে একটুখানি আসো
বৃষ্টি হয়ে নদীর জলে একটুখানি মিশো।
হে পথিক! একটুখানি থামো!
নাও ভাসিয়ে বৈঠাখানি একটুখানি ধরো
নদীর স্রোতে নাওয়ের পালটি একটুখানি তোলো
দু’পাড়ের ঐ মনভুলানো ছবির মাঝে একটুখানি ভুলো
সাগর পানে এগিয়ে যেতে হালটি ধরে শক্তভাবে চলো।
হে পথিক! একটুখানি ভাবো!
সবুজ ধানের ক্ষেতের আইলে একটুখানি হাঁটো
দুই ধারের ঐ সবুজ মাঝে মনের ক্লান্তি বাঁটো
বুক ভরে ঐ সজীব বাতাস একটুখানি চাটো
প্রাণের মাঝে নতুন জীবন একটুখানি আঁটো।
রাশেদ মাহদী