কি করবো! কি করবো!! কিসে হব পাপী? কিসে হব সুখী? ভাবতে ভাবতে চলে যায় দিন, তবুও ভেবেই যাই প্রতিদিন। কেন যে তাকাই না প্রকৃতিতে! খুঁজি না বিচিত্র আকৃতিকে।
প্রিন্সিপাল মহোদয়ের কথা
আলোকিত অনন্য মানুষ গড়ার মহান উদ্দেশ্য নিয়ে ২০১৩ সালের জানুয়ারি মাস হতে ঢাকা ল্যাবরেটরি স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়। মুহাম্মদ রাশেদুল ইসলামের উদ্যোগে ৬৮/২, আর এন ডি রোড, পোস্তা, চকবাজার, ঢাকা-১২১১ এ ১৫৬ জন শিক্ষার্থী নিয়ে স্কুলটির যাত্রা আরম্ভ করে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় একজন যোগ্য, নৈতিক ও মানবিক চেতনা সম্পন্ন মানুষ তৈরির লক্ষ্যে সকল প্রকার আয়োজনে সমৃদ্ধ হয়ে স্কুলটি শিক্ষা ব্যবস্থায় এক নতুন ধারার সূত্রপাত করে। আনন্দের সাথে পাঠদান, পাঠদানে শুদ্ধতা, শিক্ষায় গুণগত মানে গুরুত্ব প্রদান আধুনিকতায় নব নব সংযোজন এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক ত্রৈ পক্ষীয় প্রচেষ্টায় স্বল্প সময়ে এক উল্লেখযোগ্য সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে। প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশু মনস্তত্ত্ব ও বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ, প্রাথমিক ও মাধ্যমিকের সকল পর্যায়ে বাস্তবমুখি কার্যকরী পদক্ষেপের ফলে স্কুলের অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য লাভের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়। স্কুলের এ সাফল্যে মুগ্ধ হয়ে ঢাকা ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীর সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পেতে থাকে। এটি সম্ভব হয়েছে স্কুলের স্বপ্নদ্রষ্টার প্রত্যয়ী মনোভাব, অভিজ্ঞতা, আন্তরিকতা, অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ঐকান্তিক প্রয়াসের ফলে। বৈশ্বিক মানে উপনীত হওয়ার বাসনা নিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলছে সামনের পানে। জ্ঞানী, ধ্যানী ও শাশ্বত এক মানবিক সমাজ গড়ার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলাই আমাদের লক্ষ্য। এক কথায় বলতে পারি অনন্ত আলোকের পানে নিরন্তর…।
শিক্ষার্থীর ভাল রেজাল্ট ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একজন অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য। সন্তানকে নিয়ে পিতা-মাতার যে স্বপ্ন তা বাস্তবে রূপদান করতে হলে সন্তানকে সময় দিতে হবে, ভাবতে হবে এবং বাস্তবসম্মত কার্যক্রমের সাথে লেগে থাকতে হবে। আশা করি, আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের সোনালী ভবিষ্যত গড়ে তুলতে পারব ইনশাল্লাহ্।একটি মানসম্মত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।
শিক্ষক
স্টাফ
ডিজিটাল শ্রেনিকক্ষ
শিক্ষার্থী
কি করবো! কি করবো!! কিসে হব পাপী? কিসে হব সুখী? ভাবতে ভাবতে চলে যায় দিন, তবুও ভেবেই যাই প্রতিদিন। কেন যে তাকাই না প্রকৃতিতে! খুঁজি না বিচিত্র আকৃতিকে।
test post
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!